|
---|
উত্তরবঙ্গ: ছোট ছোট শিশুদের নিয়ে আকার খোজ করতে চায় নর্থ বেঙ্গল আর্ট একাডেমী।যার নেপথ্যে আছেন তার কর্নধার সোমেশ ঘোষ।যিনি নিজে বহু সংগ্রাম করে তার আর্ট একাডেমীকে এই জায়গাতে নিয়ে এসেছেন।
তিনি নিজে জানালেন আমার লক্ষ হল ছোট ছোট শিশুদের মনকে বিকশিত করা।অঙ্কন এমন একটি জিনিস যার কোন বিকল্প নেই।এই একটি জিনিস যার মাধ্যমে শিশু থেকে কিশোর সবারই মন রঙিন হয়ে যায়।তিনি নিজে জানান তার শিলিগুড়িতে অনেকগুলি সেন্টার আছে ,যেখানে অঙ্কন ছাড়াও অনেক সৃজনশীল কাজ করানো হয়।সোমেশ ঘোষ নিজে একজন বড় চিত্রশিল্পী।যিনি একজন শিল্পী ছাড়াও একজন বড় সমাজসেবী।তার কথা আমি শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে আমার একাডেমীর মাধ্যমে সমাজসেবা করতে চাই।আমি আমার লক্ষ্যে সফল হলেই সবচাইতে বেশী খুশী হব জানালেন নর্থ বেঙ্গল আর্ট একাডেমীর কর্নধার সোমেশ ঘোষ।