|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: শীত মানেই উত্তরবঙ্গ , উত্তরবঙ্গ জুড়ে প্রচুর পিকনিক স্পট রয়েছে। পাহাড় কিংবা ডুয়ার্স কিংবা সমতল পিকনিক স্পটের ছড়াছড়ি গোটা উত্তরবঙ্গে। শীত পড়লেই এইসব পিকনিক স্পট গুলিতে প্রচুর মানুষের ভিড় দেখতে পাওয়া যায়।
এই বছর নভেম্বর মাসের শেষের পথে ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করেছে। রাস্তার পাশের চায়ের দোকানগুলোতে একটু উষ্ণতা খুঁজতে ভিড় জমাচ্ছেন মানুষ। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হবে। ভোর বেলার দিকে এবং রাত্রিবেলায় দৃশ্যমানতা একেবারেই কমে যাবে। সেই কারণে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে গাড়ি চালকদের। তারা যেন সাবধানে গাড়ি চালান। গতবছর করোনার কারণে সেইভাবে পিকনিক স্পট গুলিতে ভিড় দেখা যায়নি। এই বছর পরিস্থিতি অনেকটা অনুকূল হওয়ায় অনেকেই পিকনিকে যাবার পরিকল্পনা আগের থেকেই করে রেখেছেন।
শিলিগুড়ির অনতি দূরে অবস্থিত সাফারি পার্কে যথেষ্ট জনসমাগম হচ্ছে । তবে নির্দিষ্ট করোনা মধ্যে অবশ্যই সবাইকে মানতে হবে পার্কের মধ্যে।
এছাড়া সিকিম, দার্জিলিং, ডুয়ার্সের পিকনিক স্পট গুলিতে অনেকেই আশা রাখছেন এই বছর ভালোই লোকজনের জনসমাগম হবে। শীতকাল মানেই উত্তরবঙ্গের পিকনিক উৎসব। যে উৎসবে আবাল-বৃদ্ধ-বনিতা অংশ নেয়। বিশেষ করে 25 শে ডিসেম্বর, নতুন বছরের প্রথম দিন, 23 জানুয়ারি, 26 জানুয়ারি এই দিনগুলোতে উত্তরবঙ্গের পিকনিক স্পটগুলো তে প্রচুর জনসমাগম ঘটে।