|
---|
উত্তরবঙ্গ: বাঁকুড়া কে পিছনে ফেলে দিয়ে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর হস্তশিল্প প্রতিযোগিতায় সেরা হয়েছে। উত্তর দিনাজপুরের বাসিন্দা দেবু রায় তার টেরাকোটা শিল্পের জন্য হস্তশিল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। দেবু রায় এর অনবদ্য টেরাকোটা শিল্প দেখে স্তম্ভিত হয়ে যান উপস্থিত বিচারকরা। শুধু তাই নয় কালিয়াগঞ্জ ও ইটাহার থেকেও 2 জন প্রতিযোগী রাজ্যের হস্তশিল্প প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। এই প্রসঙ্গে দেবু রায় জানিয়েছেন তিনি দারুণ খুশি । রাজ্যের হস্তশিল্প প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর মোট চারটি পুরস্কার পেয়েছে। প্রথম পুরস্কার পেয়েছে তিনটি ও বিশেষ পুরস্কার পেয়েছে একটি। অন্যদিকে বাঁকুড়া প্রথম পুরস্কার পেয়েছে চারটি। তবে বিচারকরা সবদিক বিবেচনা করে উত্তর দিনাজপুরের বাসিন্দা দেবু রায় কে শ্রেষ্ঠ প্রতিযোগির শিরোপা দিয়েছেন ।
প্রসঙ্গত গত ২৩ নভেম্বর কলকাতায় রাজ্যের হস্তশিল্পের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পরদিন বিকালে রেজাল্ট ঘোষণা করা হয়েছিল। আর সেখানে দেখা যায় বাঁকুড়া কে পিছনে ফেলে উত্তর দিনাজপুর প্রথম স্থান অধিকার করে।
এছাড়া কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, মালদা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গুলি কিছু-না-কিছু পুরস্কার পেয়েছে রাজ্যের হস্তশিল্পের প্রতিযোগিতায়। প্রসঙ্গত জানা গিয়েছে উত্তরবঙ্গের ঝুলিতে এসেছে মোট ২৪ টি পুরস্কার , যা উত্তরবঙ্গের কাছে যথেষ্ট গর্বের বিষয়।