|
---|
নিজস্ব সংবাদদাতা :ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছ উত্তর কোরিয়া। এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলি আশঙ্কা প্রকাশ করছে অনাহারের কারণে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটছে। প্রসঙ্গত ১৯৯০ সালের দুর্ভিক্ষের পর সবথেকে বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে উজ্জ্বল কোরিয়া। প্রসঙ্গত করনা মহামারীর কারণে লাগাতার তিন বছর বিদেশের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রেখেছিল উত্তর কোরিয়া। এই কারণে উত্তর কোরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ হয়েছে, খাদ্যের অভাব দেখা দিতে শুরু করেছে। উত্তর কোরিয়ার এই অবস্থার জন্য উত্তর কোরিয়ার বর্তমান শাসক কিমকে দায়ী করেছেন অনেকে। উল্লেখ্য বিশিষ্ট মহল থেকে আরো জানানো হয়েছে যে উত্তর কোরিয়া প্রচুর পরিমাণে অর্থ সামরিক খাতে খরচ করে, সেই কারণেই এরকম অবনতি হয়েছে।