|
---|
নিজস্ব সংবাদদাতা :পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। কাশ্মীরের ভূপ্রকৃতি অত্যন্ত মনোরম, ভুবনমোহিনী এই ভূপ্রকৃতি দেখলে হৃদয় নস্টালজিক হয়ে পড়ে। কাশ্মীরের মাটিতে পা রাখলে মনে হয় স্বর্গ, বিশেষ করে শীতের সময় কাশ্মীর আরো সুন্দর হয়ে ওঠে। প্রবল তুষারপাতের কারণে বিস্তীর্ণ এলাকা বরফের সাদা গালিচায় ঢাকা পড়ে। কাশ্মীরের একাধিক জায়গায় চলছে তুষারপাত, তাপমাত্রার নেমে গেছে হিমাঙ্কের থেকেও নিচে। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে রেললাইন সাদা বরফের চাদরে আবৃত, আর মধ্যে দিয়ে ছুটে চলেছে ট্রেন। মুহূর্তের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি নস্টালজিকতার অনবদ্য অনুভূতি।