শীতলকুচিতে ৪ জন নয়, ৮ জনকে গুলি করা উচিত ছিল! রাহুল সিনহা

নতুন গতি নিউজ ডেস্ক : দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর পর এবার শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করল বিজেপি প্রার্থী রাহুল সিনহা। রাহুল সিনহা বলেন, শীতল কুচিতে ৪ জন নয়, ৮ জনকে গুলি করা উচিত ছিল। কেন কেন্দ্রীয় বাহিনী সেটা করে দেখাননি তার জন্য শোকজ করা উচিত। জঙ্গল রাজ, গুণ্ডারাজ কায়েম করলে বারবার কেন্দ্রীয় বাহিনী জবাব দেবে। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন,বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় জঙ্গলরাজ কায়েম হবে।অপরদিকে জলপাইগুড়ির ধুপগুড়িতে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে সায়ন্তন বসু বলেন, ‘খেলা বেশি খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব। রাহুল সিনহা, দিলীপ ও সায়ন্তনের মন্তব্য নিয়ে সরব তৃণমূল। তাপস রায়ের দাবি, এটি স্বৈরাচারী বক্তব্য অবিলম্বে ব্যবস্থা নিক কমিশন। আত্মরক্ষার্থে গুলি নয়।