সব দায় সরকারের নয় সচেতন নাগরিক হওয়ার দায়িত্ব কিছুটা আমাদেরও

সামিম আহমেদ, নতুন গতি, ক্যানিং:  সারা বছর নোংরা ড্রেনে বর্ষার সময় জল জমবে এটা স্বাভাবিক ঘটনা। আর যেখানে জল জমে বদ্ধ হয়ে থাকবে সেখানে মশা হবে, পোকা মাকড় হবে। সাপ বিচ্ছুর উৎপাত হবে এটা ও স্বাভাবিক। বাড়ির আশেপাশে নোংরা ফেলে ফেলে ড্রেনের মুখ বদ্ধপরিকর করে রেখেছে, সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে এলাকা প্লাবিত হয়ে যায়। তখন এলাকার মানুষ প্রশাসন কে দোষী সাব্যস্ত করে এটা একেবারেই কাম্য নয়। নিজেদেরকে আগে সচেতন হতে হবে। সমস্ত মানুষের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা নিজেরাই আগে সচেতন হোন তাহলে আর এই রকম সমস্যায় পড়বে না। নিজের বাড়ির সামনে একটি বিড়াল মরে পড়ে থাকতে দেখলে যদি আপনি মনে করেন যে আমি তো মারিনি যে মেরেছে সে এটা সংস্কার করবে তাহলে গন্ধ তো আপনার উপভোগ করতে হবে। তাই উত্তম পন্থা হল আপনাকেই দায়িত্ব নিয়ে সংস্কার করতে হবে।

    আর আপনি যদি সারা বছর আবর্জনা সব রাস্তার ধারে আর ড্রেনে ফেলবেন, আর বৃষ্টির সময় জল জমলেই যত দোষ প্রশাসনের?!!