“করোনা নয়,” টাইফয়েড হয়েছিল চাঁচলের শ্রমিকের

উজির আলী, নতুনগতি, চাঁচল:করোনা ভাইরাসে আক্রান্ত, সন্দেহ হয়েছিল পরিবারের।এনিয়ে গোটা গ্রাম আতঙ্কে লুটে পড়ে। যতই দিন যাচ্ছে ততই রটাচ্ছে গুজব।

    উল্লেখ্য, গোয়া থেকে আগত চাঁচলের কলিগ্রামের নির্মান শ্রমিক শাহিদুল আলম ওরফে বুধা নামে এক যুবককে আশংকাজনক অবস্থায় শনিবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পরিবার।

    পারিবারিক সুত্রে জানা গেছে, শাহিদুল নামে ওই যুবক ওই দিনই গোয়া থেকে শারীরিক অসুস্থতাবস্থায় বাড়ি ফিরে । পরিবার চাঁচল হাসপাতালে ভর্তি করালে সন্ধ্যা বেলায় কর্তব‍্যরত ডাক্তারবাবু মালদা রেফার করেন। কি রোগ হয়েছে? তা মালদা মেডিক্যালেই রিপোর্ট করলে ধরা পরবে বলে ডাক্তারবাবু পরিবারকে পরামর্শ দেন। বিশ্বজুড়ে একটা রোগ চলছে যার নাম ‘করোনা ভাইরাস’।

    স্থানীয় হাসপাতালে চিকিৎসা না হওয়ায় করোনায় আক্তান্ত হয়েছে ছেলের বলে সন্দেহ হয়। আতঙ্কে ও উদ্বিগ্নতায় ভোররাতেই নিশ্চয়যানে ছোটেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
    এনিয়ে গোটা চাঁচল এলাকায় আতঙ্কে গুজব রটিয়ে যায়। যদিও চিকিৎসকরা করোনা নিয়ে কোনো মন্তব্য করেননি। এখন মালদাতেই চিকিৎসাধীন রয়েছে সাহিদুল বলে জানাগেছে।
    মালদা মেডিক‍্যাল হাসপাতালে রক্তের রিপোর্ট করলে চিকিৎসকরা জানিয়েছেন টাইফয়েড রোগ হয়েছে বলে রোগীর ভাই বান্নু সেখ জানায়।
    এনিয়ে গোটা চাঁচল এলাকায় গুজব রটিয়ে যায় যে করোনা ভাইরাস চাঁচলে চলে এসছে।
    তবে
    এলাকার প্রধান রেজাউল খাঁন অবশ‍্য গ্রামবাসীকে এগুজব না রটানোর আবেদন জানিয়েছেন। তবে সোশ‍্যাল মিডিয়ায় করোনা নিয়ে অপপ্রচার চালালে উক্ত উপভোক্তার তল্লাশি চালিয়ে কঠরতম ব‍্যবস্থা গ্রহনযোগ‍্য হবে বলে প্রশাসন সূত্রের খবর।