|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: অবশেষে মানভঞ্জন শতাব্দী রায়ের৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর দিল্লি যাচ্ছি না তৃণমূলেই থাকছি জানালেন শতাব্দী। ফেসবুকে শতাব্দী রায়ের বেসুরো মন্তব্য ঘিরে চমর অস্বস্তিতে পড়েছিল শাসকদল তৃণমূল৷ পরিস্থিতির গুরুত্ব বুঝতে খুব একটা দেরি করেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের মান ভাঙাতে ময়দানে নেমে পড়েন কুণাল ঘোষ থেকে শুরু করে সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনরা। তিনবারের সাংসদের মানভঞ্জনে নামেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার সন্ধ্যায় শতাব্দীকে নিয়ে অভিষেকের দফতরে হাজির হন কুণাল ঘোষ৷ ক্যামাক স্ট্রিটের অফিসে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক৷ দীর্ঘ বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান স্পষ্ট করেন শতাব্দী৷
দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতাব্দী রায় সাফ জানিয়ে দেন, আমার যে কথাগুলি বলার ছিল, আমার যে অভিমান, অভিযোগ ছিল, সেই কথাগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি৷ তাঁর সঙ্গে কথা হয়েছে৷ আমার যে অভিযোগ ছিল, যে সমস্যা হচ্ছে, সেটি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জানিয়েছি৷ তাঁর সঙ্গে আলোচনা করেছি৷ সেই সমস্ত সমস্যার সমাধান হবে৷