|
---|
সেখ রিয়াজ উদ্দিন,বীরভূম:- রাজ্য সরকার ঘোষিত একদিকে যেমন চলছে লকডাউন, তার সফলতার লক্ষ্যে পুলিশের কাধেঁ ঝুলছে মাইকিং জনসচেতনতা বাড়াতে, কখনো মাস্ক বিহিন বা বেপরোয়া ভাবে ঘোরাঘুরি করা ব্যাক্তিদের ধরপাকড়। অন্যদিকে পুলিশ বন্ধু হিসেবে অসহায় মানুষের খবরাখবর, প্রয়োজনে বাড়িতে খাবার, ঔষধ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করতে দেখা যায়। আজকের মহা সংকটের প্রাক্কালে ও ছন্দে চলা আইন কানুনের বাইরে এসে জীবন দানের ব্রত নিয়ে রক্ত দান শিবিরের আয়োজন করে মানবসেবার মাধ্যমে কর্তব্যরত সেই পুলিশ।
আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং চন্দ্রপুর থানার ব্যবস্থাপনায় ও সিউড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্থানীয় থানার সভাকক্ষে। করোনা বিধি সতর্কতা অবলম্বন করে শিবির পরিচালিত হয় এবং সরকারি নিয়ম অনুযায়ী মহিলা সহ মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন শিবিরের মূল উদ্যোক্তা তথা চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় চ্যাটার্জী, ডি এস পি হেডকোয়ার্টার মোহতাসিম আক্তার প্রমুখ আধিকারিক বৃন্দ। আজকের ঘটনা সম্পর্কে ডি এস পি হেডকোয়ার্টার মোহতাসিম আক্তার একান্ত সাক্ষাৎকারে জানান….জেলার ব্লাড ব্যাংক যেন কোন অবস্থাতেই রক্তের সংকট দেখা না দেয়, করোনা বিধি সতর্কতা অবলম্বন করে জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে রক্তদান শিবির।