|
---|
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:আজ দুর্গাপুজোর বিসর্জন এর দিন সেই মতো বিসর্জন দিতে আসেন বেল ডাঙ্গা থানার এলাকায় হাজরা পাড়া গ্রামের প্রতিমা কে নিয়ে আসেন বেগুন বাড়ি ডুমনী ঘাটে,
সূত্রে খবর যে দুই নৌকা জোড়া করে তার মাঝে করে ঠাকুর নিয়ে নদীতে বিসর্জন দিয়ে যাচ্ছিল কিন্তু বেশি সংখ্যক মানুষের জন্য নৌকা ডুবে যায় ,তখন কেও কেও সাঁতার কেটে কিনারায় আসলেও অনেক আসতে পারেনি বলে জানান।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটের পাশে।
ঘটনা স্থানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
স্থানীয় নৌকার সাহায্যে উদ্ধারের কাজ শুরু করেছেন।যদিও এখনও পুলিশের তরফ থেকে মৃত ঘোষণা করেন নী।
স্থানীয় সূত্রে জানা যায় যে আনুমানিক ৫০ জন ছিল দুই নৌকায় তাদের মধ্যে ৫ জন ঘটনা স্থানে মৃত হয়েছে বলে জানা।