|
---|
নতুন গতি ,মালদা: এবার থেকে অনলাইন পদ্ধতিতে বাড়ির ট্যাক্স জমা দিতে পারবেন পুরো নাগরিকেরা। এজন্য ইংরেজবাজার পুরসভা নতুন একটি অ্যাপস তৈরি করেছে। বিশেষ এই পদ্ধতির মাধ্যমে ট্যাক্স জমা দেওয়ার ব্যাপারে খুব শীঘ্রই বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালানোর উদ্যোগ নেবে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে নিজের অফিস ঘরে এক সাংবাদিক বৈঠক করেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন নিহার ঘোষ । সঙ্গে ছিলেন প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য অম্লান ভাদুরি এবং ট্যাক্স আদায়কারী বিভাগের দুই কর্তা। পুরো পরিষেবা পাওয়ার পরেও অনেক ক্ষেত্রে ট্যাক্স দেওয়া নিয়ে অনীহা প্রকাশ করছেন উপভোক্তাদের একাংশ। এক্ষেত্রে যাতে সময়ের মধ্যে বাড়িতে বসেই অনলাইন পদ্ধতিতে ট্যাক্স জমা দিতে পারেন, তার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ।
এদিন সাংবাদিক বৈঠকে ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন নিহার ঘোষ বলেন, বিগত দিনে মিউটেশনের পর নতুন করে ট্যাকস্ দেবার জন্য অনেক সময় লেগে যেত। কিন্তু অনলাইন পদ্ধতি চালু হবার পর সেই সময়ের দূরত্ব কমিয়ে ফেলা হয়েছে। মিউটেশনের পর পরের মাস থেকেই অনলাইনের মাধ্যমে ট্যাক্স জমা করতে পারবেন পুরো নাগরিকেরা। এর জন্য বিশেষ একটি সফটওয়্যার চালু করা হচ্ছে । নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে পুরো নাগরিকরা এই টাকা সহজে জমা দিতে পারবেন। তার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সে ব্যাপারেও খুব শীঘ্রই পুরসভা থেকে বিভিন্ন ওয়ার্ডের পাড়ায় পাড়ায় প্রচারপত্র বিলি করা হবে। মাইকিং করে মানুষকে জানানো হবে।
পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন নিহার ঘোষ আরো বলেন, পুরসভায় বছরে বিভিন্ন অফিস এবং পুরো নাগরিকদের মাধ্যমে প্রায় কুড়ি কোটি টাকার মতো ট্যাক্স জমা হওয়ার কথা। কিন্তু বিগত দিনে দেখা গিয়েছে এই ট্যাক্স আদায় আড়াই থেকে ৩ কোটি টাকার বেশি হচ্ছে না। এক্ষেত্রে একাংশ মানুষের অনীহায় প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ৬০ বছরের উর্ধ্বে যাদের নামে বাড়ি রয়েছে , তাদের ক্ষেত্রেও ট্যাক্সের অনেক ছাড় দেওয়া হয়েছে। অনেক বয়স্ক মানুষেরা পুরসভায় সহজেই টেক্স দিতে আসার আগ্রহ প্রকাশ করেন না। সেইসব মানুষদের জন্য এই অনলাইন পদ্ধতি অনেক কাজে দিবে। বাড়িতে বসেই অনলাইন পদ্ধতির মাধ্যমে ট্যাক্স জমা দিতে পারবেন বয়স্ক পুরো নাগরিকেরা।
নিহার ঘোষ আরো বলেন, পুরসভার মাধ্যমে মানুষকে আরো স্বচ্ছ এবং সুবিধা দিতেই একটি সফটওয়ারের মাধ্যমে শুক্রবার থেকেই এই অনলাইন টেক্স দেওয়ার পরিষেবা চালু করা হয়েছে। এই সফটওয়্যারের আলাদা একটি সেল পুরসভাতে খোলা হয়েছে । এর মাধ্যমে পুরো নাগরিকেরা অনেক সুবিধা পাবেন। যেমন মিউটেশনের করার ক্ষেত্রে মানুষকে পুরসভায় আসতে হতো। এক্ষেত্রে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে মিউটেশনে কাগজপত্র জমা দিতে পারবেন। মিউটেশনের পর সঙ্গে সঙ্গে সম্পত্তির ট্যাক্স ধার্য করা যেত না। নতুন ট্যাক্স ধার্য করতে প্রায় বছর দুয়েক লেগে যেত। সে ক্ষেত্রে ট্যাক্সের পরিমান পাহাড়প্রমাণ জমে যেত। এজন্য পুরো নাগরিকদের সমস্যায় পড়তে হতো । অনেকেই ট্যাক্সের কাটছাঁটের দাবিও করতেন। কিন্তু এবার থেকে সেটি হবে না। এই অনলাইন পরিষেবার মাধ্যমে মিউটেশনের পরের মাস থেকেই নির্দিষ্টভাবে ট্যাক্স জমা দিতে পারবেন পুরো নাগরিকেরা। ইংরেজবাজার পুরসভার সাংবাদিক বৈঠকে প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন নীহার ঘোষ। পাশে বসে রয়েছেন প্রশাসক মন্ডলীর সদস্য অম্লান ভাদুরি।