নয়নজুলিতে যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

বাবলু হাসান লস্কর জয়নগর : দক্ষিণ চব্বিশ পরগনা অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর ও কুলতলীর থানার জালাবেড়িয়া ২ নম্বর অঞ্চলের পয়তার হাট সংলগ্ন কাঁকড়ার খালে। ঘটনাস্থলে কুলতলী ও বকুলতলা দুইটি থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারা সকালে নিজেদের প্রয়োজনে বাড়ি সংলগ্ন এলাকায় বার হওয়ার পর তারা দেখতে পান কাঁকড়ার খালে এক ব্যক্তির মৃতদেহ নয়ানজলিতে ভাসতে । সাথে সাথে তারা খবর দেন কুলতলী ও বকুলতলা থানায়, ঘটনাস্থলে দুইটি থানার পুলিশ আসে। কিভাবে এই ব্যক্তির মৃত্যু ঘটেছে তার ও তদন্ত শুরু করেছে দুইটি থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বকুলতলা থানার বাইশহাটা অঞ্চলের দমদমা ও কুলতলী থানার জালাবেড়িয়া ২ নম্বর অঞ্চলের পয়তারহাট সংলগ্ন কাঁকড়ার খাল ক্যালভাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তি নাম অশ্বিনী বাঘ তার বাড়ি বকুলতলা থানার মনিরতট অঞ্চলের পূর্ব খড়িবাড়িতে। কিন্তু বাইশহাটা অঞ্চলের দমদম গ্রামে তার ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায়। তার দেহটি পয়তারহাট সংলগ্ন কাঁকড়ার খালের পাশে নয়ন জলিতে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে মৃতদেহটি কুলতলী থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, কিভাবে এই ব্যক্তির মৃত্যু ঘটলো এবং কিভাবে এই নয়ন জলিতে তার দেহটি এলো আর তার প্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে সেখানে পড়ল তার ই তদন্ত শুরু করছে বকুলতলা ও কুলতলী দুইটি থানার পুলিশ।মৃত অশ্বিনী বাঘ তার স্ত্রী দিপালী বাঘ পুত্র সুমন্ত বাঘ যার বয়স ১৮,রাম ও লক্ষন বাঘ তাদের বয়স ১৩,দিয়া বাঘ বয়স ৮, বৃদ্ধ পিতা গোকুল বাঘ,ও মাতা বাসন্তী বাঘ রেখে গেলেন এই কৃষক।