হরিশ্চন্দ্রপুরে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আন্দোলন

 

    হরিশ্চন্দ্রপুর,মহ: নাজিম আক্তার,১৫ ডিসেম্বর: দেশজুড়ে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা দাবানলে আকার নিয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে জনরোষকে সামাল দিতে সেনা মোতায়েন থেকে শুরু করে কারফিউ জারি করা হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তেও গণবিক্ষোভের একই চেহারা দেখা গিয়েছে। রাস্তা অবরোধ, ট্রেন বাসে আগুন, সরকারি দপ্তর ভাঙচুর- বাদ যায়নি কিছুই। যদিও এর উল্টো ছবিও রয়েছে।

    রবিবার সকাল ১০ টার সময় হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ব্রিজ মোড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন তৃণমূল সমর্থকরা। ভবানীপুর ব্রিজ থেকে বিভিন্ন রাস্তা ও তুলসিহাটা মার্কেট পরিক্রমা করে আবার ব্রিজ মোড়েই এসে শেষ হয়। মিছিলে প্রচুর মানুষ পা মেলান।পথসভায় তৃণমূল কংগ্রেসের রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস-চেয়ারম্যান তথা তজমুল হোসেন,তৃণমূল কংগ্রেসের মালদা জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী, তৃণমূলের দলীয় নেতা পঙ্কজ কুমার দাস ও তৃণমূল নেতা আনোয়ার কবির সহ এলাকার স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, সোমবার লোকসভায় পেশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিলের তীব্র বিরোধীতায় সবর হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে গোটা দেশ জুড়ে। রেলপথ হোক বা সড়ক পথ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। ভাঙচুর হচ্ছে সরকারি সম্পত্তি। বিক্ষোভের জেরে সর্বত্র চলছে ধুন্ধুমার কাণ্ড। ঠিক তখনই এই দুই বিলের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করল হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেসের এনআরসি ও ক্যাব বিরোধী সর্মথকরা। এদিন তারা হাতে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে মুখে স্লোগান দিতে দিতে মিছিলে হাঁটেন।



    এ ব্যাপারে মিছিলের আহ্বায়ক তজমুল হোসেন জানান,’ কেন্দ্রীয় সরকারের কালা-কানুন এনআরসি ও ক্যাবের বিরোধীতাই আজ হরিশ্চন্দ্রপুর এর সাধারণ মানুষ এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। গোটা দেশ যখন উত্তপ্ত, তখন আমরা হরিশ্চন্দ্রপুর ব্রিজ মোড়ে শান্তিপূর্ণভাবে এই মিছিল করলাম। আগামী দিনে আমরা এই দুই বিলের বিরোধিতায় বৃহত্তর আন্দোলনে শামিল হব।”

    রবিবার হাট থাকার কারণে সাময়িকের জন্য রাস্তাঘাটে যানজটের সমস্যা হলেও পুলিশের নিয়ন্ত্রণে তা স্বাভাবিক হয়।