আজিম সেখ,নতুন গতি,বীরভূম:-NRC, CAA, NPR, এর প্রত্যাহারের দাবিতে বাংলার সংস্কৃতি মঞ্চ এর প্রক্ষ থেকে এবার বীরভূম জেলা শাসককে একটি শারক লিপি জমা দেওয়া হয়।
আজ সিউড়ি চাঁদমারি মাঠে হিন্দু ,মুসলিম ,আদিবাসী সহ বিভিন্ন ধর্মের মানুষ ও দলিত ভাই বোনরা এই মিছিলে সবর হয়েছিলেন।