চাঁচল ও মালতিপুর বিধান সভায় তৃনমুলের এন,আর,সি-এর বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিল

উজির আলী, নতুন গতি, চাঁচল: মালদহ জেলা তৃনমুল কংগ্রেসের উদ্যোগে ও মুখ্যমন্ত্রীর নির্দেশে চাঁচল ও মালতিপুর বিধানসভার প্রত্যেকটা অঞ্চলে এন,আর,সি, এর প্রতিবাদ সভা মিছিল অনুষ্ঠিত হল সোমবার।
আসামে এনআরসি জেরে প্রায় ১৯ লক্ষ মানুষের নাগরিত্ব চলে গেছে এবং পশ্চিমবাংলায় সেই এনআরসি যাতে চালু না হয় তারই প্রতিবাদে আজ এই প্রতিবাদ সভা বলে জানান দলীয় নেতারা।
চাঁচল ও মালতিপুর বিধানসভার প্রত্যেকটা তৃণমূল পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয়। প্রত্যেক অঞ্চলে প্রায় কয়েক হাজার কর্মী আজ এই মিছিলে পা মেলান।
এই প্রতিবাদ মিছিলে হাজির হয় মালদা জেলা তৃনমুল কংগ্রেসের চেয়ারম্যান ডাঃ মোয়াজ্জেম হোসেন ও জেলা কৃষি সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন ও বিশিষ্ট নেতাবর্গ।
চন্দ্রপাড়া জিপি এলাকায় জেলা তৃনমুলের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এনআরসি বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাই আমরা আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা অঞ্চলে এনআরসির বিরুদ্ধে সভা মিছিল করছি। এখানে প্রতিটি মানুষকে এই এনআরসির বিরুদ্ধে বিরোধিতার কথা আমরা জানাচ্ছি। এনআরসির বিরোধিতা করছি।
কৃষি সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ জানান, আমাদের তৃনমূল কংগ্রেস যতদিন পশ্চিমবাংলায় থাকবে ততদিন কেন্দ্র সরকার এনআরসি নিয়ে কোন রাজনীতি করতে পারবে না। এখানে কখনোই এনআরসি চালু করতে দেবো না আমরা।
এদিন এভাবেই প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে তৃমুলের এন আর সি প্রতিবাদ মিছিল হয়ে গেল।
তার পাশাপাশি দিদিকে বলো প্রচারও সেরে ফেলেন তৃনমুল গোষ্ঠী।

এদিনের তৃনমুলের এন আর সি প্রতিবাদ ও মিছিলকে মুচলেকা দিয়েছে বিরোধীরা। 
লোকসভায় ১৮ টা হারিয়েছে তৃনমুল।
তাই ২০২১ এর মুখ্যমন্ত্রী পদ বাঁচাতে এন আর সি নাম করে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিয়ে মরিয়া তৃনমুল।