কি সেই NRC? সার্বিক আলোচনায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া

 

    ১৯ জুন, ২০১৯: বহরমপুর, মুর্শিদাবাদ:* বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের অনেক জনগণ এখন নাগরিকত্বের সমস্যায় ভুগছেন। আসামের জনগণ তাদের নাগরিকত্ব রক্ষা করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। সেই অবস্থা এখন পশ্চিমবঙ্গের জন্যও অপেক্ষা করছে। কেন্দ্রীয় গৃহমন্ত্রালয় ঘোষণা দিয়েছে যে, পশ্চিমবঙ্গে NRC প্ৰস্তুত করা হবে। আতঙ্ক সৃষ্টি হয়েছে সাধারণ জনগণের মধ্যে। অবস্থা দেখে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া মুর্শিদাবাদে একটি গেট টুগেদার প্রোগ্রামের আয়োজন করা হয় বহরমপুরের ভাকুড়িতে অবস্থিত ব্যাংকুয়েট হলে। সেখানে বিভিন্ন স্তরের জনগণ অংশ গ্রহন করেন। জনগণের সামনে তুলে ধরা হয় যে, NRC কি এবং তার পরিণতি কি হতে পারে। আরোও জানানো হয় যে, কি কি প্রমাণপত্র দিতে হবে। আলোচনাতে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জাতীয় কোষাধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন সাহেব, যিনি আলোচনার প্রারম্ভিক ভাষণ পেশ করেন। তারপর আলোচনা করেন পপুলার ফ্রন্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ডঃ মো মিনারুল শেখ।

    তিনি আলোচনা করেন যে, NRC এর মধ্যে কিভাবে লুকিয়ে আছে ঐতিহাসিক যুগের দাস প্রথার গন্ধ। আসাম NRC তৈরীতে জনগণের ভুগান্তি নিয়ে আলোচনা করেন পপুলার ফ্রন্টের আসাম রাজ্য কমিটির সভাপতি আমিনুল হক। NRC প্ৰস্তুত পদ্ধতিতে নাগরিকত্ব রক্ষা করার জন্য কি কি করা প্রয়োজন সে বিষয়ে আলোচনা করেন আসাম NRC Help Desk এর পরিচালক ফারহাদ আলী। উক্ত আলোচনা সভাতে উপস্থিত জনগণ আতঙ্কের সঙ্গে শুনতে থাকেন NRC-র বিস্তারিত আলোচনা। সেখানে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মোঃ আসাদুল্লাহ ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রাক্তন সভাপতি হাসিবুল ইসলাম, মাসুদুল ইসলাম, সুফিয়া পারভীন (WIM), মাহফুজা খাতুন ও NWF এর রুনা লায়লা এবং SDPI – এর কেন্দ্রীয় কমিটির সদস্য আফতাব আলম ও অন্যান্যরা।