N.R.C বিষয়ে সচেতন করতে বিশেষ সেমিনার উত্তর ২৪ পরগনা জেলা সংখ্যা লঘু যুব ফেডারেশনের

 সাহিল আহমেদ, উত্তর ২৪পরগনা: সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে আমডাঙ্গা ব্লকের অন্তর্গত মাধবপুর অঞ্চলে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।

    এদিনের এই অনুষ্ঠানে সংগঠনের জেলা সম্পাদক মোঃ তৈয়েবুর রহমান বলেন “বর্তমান সমগ্র ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদের যা অবস্থা, তাতে করে জেলার বিভিন্ন প্রান্তে একেবারে বুথ স্তরে পৌঁছে আমাদের সচেতন মূলক সেমিনার করতে হবে। এবং আগামী দিনে এই ধরনের সেমিনার জেলার প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে অনুষ্ঠিত হবে”।

    এদিনের সেমিনারে এন .আর . সি. বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান সাহেব। তিনি আহ্বান করেন “এলাকার সমস্ত যুবক এবং সাধারণ মানুষকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করার জন্য এবং আগামী দিনের যা পরিস্থিতি সেটাকে মোকাবিলা করার জন্য আমাদের সঙ্ঘবদ্ধ হতে হবে” এছাড়া তিনি আরো বলেন “১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের আগে সমগ্র ভারতবর্ষে এই একইপরিস্থিতি তৈরি করেছিল আর.এস.এস। ঠিক তেমনি পরিস্থিতি বর্তমানে তৈরি করেছে আর.এস.এস এবং বিজেপির সরকার। সুতরাং আমাদের সচেতন এবং সংঘবদ্ধ হতে হবে ,যাতে করে কোন রকম ভাবে মুসলিম সম্প্রদায়ের উপরে অশুভ শক্তি আঘাত হানতে না পারে”

    এদিনের এই অনুষ্ঠানে প্রায় ৩০০লোকের সমাগমে ঘটে। এদিনের এই অনুষ্ঠান একটি অনুষ্ঠান বাড়ি ভাড়া নিয়ে করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এর জেলার সভাপতি মোঃ সহিদুল ইসলাম। এবং উত্তর ২৪ পরগনা জেলা কমিটির জেলা সম্পাদক মোঃ তৈয়েবুর রহমান। এছাড়া এলাকার শুভবুদ্ধি সম্পন্ন প্রচুর মানুষ।