এনটিপিসি ফারাক্কার প্রেস মিট ২০২৫

    এনটিপিসি ফারাক্কার প্রেস মিট ২০২৫

     

    মো: নওয়াজ শরীফ, নতুন গতি, ফারাক্কা: শুক্রবার, ২০শে জুন, এনটিপিসি ফারাক্কার তরফ থেকে একটি প্রেস মিটের আয়োজন করা হয়, যেখানে যোগ দেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ৪২জন মিডিয়া প্রতিনিধি। প্রথমে আরএলআই পরিদর্শন করে জেমের অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা।

     

    এরপর গীতাঞ্জলি অডিটোরিয়ামে একটি আনুষ্ঠানিক অধিবেশন হয়, যেখানে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক (ফারাক্কা) অজয় সিংহল। তিনি নিজের বক্তব্যের মাধ্যমে মিডিয়ার ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। তারপর প্ল্যান্ট পরিচালনা এবং সাফল্য প্রসঙ্গে একটি প্রেজেন্টেশন তুলে ধরা হয়।

     

    শেষে প্রবীণ আধিকারিকদের সঙ্গে একটি ইন্টারেক্টিভ প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন করা হয়। তাতে যোগ দেন অধিবেশনে অংশগ্রহণকারী ছিলেন সঞ্জয় শ্রীবাস্তব, জেনারেল ম্যানেজার (অপারেশন এবং রক্ষণাবেক্ষণ); সতীশ এস, জেনারেল ম্যানেজার (ব্যবসায়িক উৎকর্ষতা); শশী চন্দ্র, জিএম (জ্বালানি ব্যবস্থাপনা); বি.কে. ভারালি, জেনারেল ম্যানেজার (মেডিকেল); এবং অলোক কুমার রণবীর, হেড অফ হিউম্যান রিসোর্সেস।