১২০ জন মেয়েকে নিয়ে জেম ২০২৫ চালু এনটিপিসি ফারাক্কার

গার্ল এমপাওয়ারমেন্ট মিশন (GEM) ২০২৫ এর জমকালো সমাপনী অনুষ্ঠান

    মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: ২৭শে মে ২০২৫, ১২০ জন মেয়ের (পশ্চিমবঙ্গের ৯০ জন এবং ঝাড়খণ্ডের ৩০ জন) ক্ষমতায়নের উদ্দেশ্যে গার্ল এমপাওয়ারমেন্ট মিশন উদ্বোধন করেছে এনটিপিসি ফারাক্কা। ২৬শে মে থেকে ২২শে জুন পর্যন্ত নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হবে মেয়েদের। উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসপি শ্রী অমিত কুমার শ (প্রধান অতিথি), জঙ্গিপুরের এসডিও শ্রীমতী একম জে. সিং; ফারাক্কার ইডি শ্রী অজয় সিংহাল; এবং উদিতা লেডিস ক্লাবের সভাপতি শ্রীমতী সীমা সিংহাল।

    এই উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হয়েছিল সাংস্কৃতিক পরিবেশনা, জেম ২০২৪ চলচ্চিত্রের প্রদর্শন, প্রশংসাপত্র অতীতের অংশগ্রহণকারীদের, স্মারক বিতরণ বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এবং একটি গ্রুপ ছবি। জানা গিয়েছে, এই কর্মশালায় ইংরেজি, গণিত, বাংলা, হিন্দি, ইভিএস এবং বিজ্ঞানের মতো বিষয়ে যেমন অ্যাকাডেমিক সহায়তা পাবেন, তেমনি পাঠ্যক্রমটিতে অন্তর্ভুক্ত রয়েছে অন্যান্য বিষয়ের উপর বিশেষ অধিবেশন।

    উপস্থিত অতিথিরা নিজেদের বক্তব্য রাখেন এবং প্রশংসা করেন এনটিপিসি ফারাক্কার এই মহৎ উদ্যোগের জন্য। এনটিপিসি ফারাক্কার চলমান প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে জেম ২০২৫ এই অঞ্চলের তরুণীদের জন্য সুযোগ তৈরি করার পাশাপাশি জাতীয় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ মিশনে অবদান রাখার জন্য।