|
---|
আয়ুব আলি : ‛কাজী নজরুল ইসলামের সৃষ্টির বহুমুখিতা, জীবনযাত্রা নিয়ে শুধুমাত্র শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বিদগ্ধজনেদের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখলে চলবে না। তাঁর সৃষ্টিতে যে সাম্যবাদ, শ্রমজীবী-কৃষিজীবী-মৎস্যজীবীদের নিয়ে তাঁর রচনা, নারীর প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি ভালোবাসা সর্বোপরি আন্তর্জাতিকতা রয়েছে তাকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে হবে।’ ‛নজরুল চর্চা কেন্দ্র, বারাসাত’ অশোকনগরের ‛নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয় (উ.মা)’-এ একটি নজরুল বিষয়ক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন সংগঠনের সভাপতি তথা হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন। তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নেন এবং মাঝে মাঝে কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে থাকেন। সঠিক উত্তরদাতাদের ‛নজরুল চর্চা কেন্দ্র বারাসাত’-এর পক্ষ থেকে উৎসাহ-উপহার হিসেবে কলম তুলে দেন সংগঠনের সম্পাদক শাহজাহান মন্ডল, সহসভাপতি স্বপন ভট্টাচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপিকা সুজাতা দে, রুমা চক্রবর্তী বাগচী, তমালিকা কুন্ডু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার ঘোষ। তিনি নজরুল চর্চা কেন্দ্রের সদস্যদের স্বাগত জানাতে জানিয়ে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সদস্যরা ছাড়াও একজন অভিভাবিকাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা কাজী নজরুল ইসলামের কবিতা ও গান পরিবেশন করেন। হল ভর্তি ঘরে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে নজরুল ইসলাম সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছে বলে জানায়। প্রধান শিক্ষকসহ বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সম্পাদক শাহজাহান মন্ডল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগীতা হালদার।