|
---|
বাইজিদ মণ্ডল,ডায়মন্ড হারবার : শ্রাবণ মাসে হিন্দু ভাইবোনদের মধ্যে রাখী বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু-মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখী বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। আর সেই রাখি পূর্ণিমা উপলক্ষে রাখী বন্ধন উৎসবে মেতে উঠেছে ডায়মন্ড হারবার এলাকা জুড়ে। পাশাপাশি এদিন এদিন ডায়মন্ড হারবার নূরপুর দেওয়ান তলায় তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থক তারা সাত সকালেই এলাকার বিশিষ্ঠ জনের পাশাপাশি সাধারণ পথ চলতি মানুষকেও রাখি পরান। বিশেষ করে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য, বিশিষ্ঠ সমাজসেবী তামরেজ আলী শেখ সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তি দেররাখি পরানো হয়। তার পাশাপাশি এদিন পথ চলতি ভাই বোনদের হাতে রাখিয়ে পড়িয়ে মিষ্টিমুখ করিয়ে এই উৎসব পালন করা হয়। ব্লক সভাপতি অরুময় গায়েন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত সারা রাজ্যের পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে এই রাখিবন্ধন উৎসব পালিত হয়। তিনি আরও বলেন হিন্দু,মুসলিম, বৌদ্ধ সর্ব ধর্ম মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত ঝরিয়ে শহীদ হয়ে এই দেশ স্বাধীন করতে বরো ভূমাকা পালন করেন। কিন্তু এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ধর্মের বিভাজনের রাজনৈতিক কারণে সাধারণ মানুষের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে আর্জি করেন অবিলম্বে এগুলো বন্ধ করতে কেন্দ্রীয় সরকার কে। সাম্প্রদয়িক সম্প্রীতি রক্ষা করতে এদিন সকল ধর্ম মানুষ এর মধ্যে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হয়। এই রাখিবন্ধন উৎসব থেকে এও জানা যায় বাজার থেকে রাখি কিনে নিয়ে এসে পড়লেই রাখি বন্ধন হয় না। রাখি বন্ধন করার আগে আমাদের মনকে পবিত্র রাখতে হবে। নিজের মনকে পবিত্র রাখতে গেলে নিজেকে সুস্থ সংযত হতে হবে। তবেই আপনার রাখি বন্ধন সার্থক হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করিবেন বলে তারা জানান।