|
---|
আয়ুব আলি, নতুন গতি : উওর২৪পরগনা অশোক নগর বিধান সভা কেন্দ্র র কৃষ্ণপুর অঞ্চলের নূরপুর ময়দানে দাওয়াতে ইফতার মজলিস অনুষ্ঠিত হল মঙ্গলবার ১১ই এপ্রিল উপস্থিত ছিলেন পীরজাদা ফাহিম সিদ্দিকী,অশোক নগর বিধান সভা র বিধায়ক নারায়ন গোস্বামী, উওর ২৪ পরগনা জেলা পরিষদের বন বিভাগের কর্মাধ্যক্ষ জনাব এ,কে,এম,ফারহাদ, তাপস চট্টোপাধ্যায় -বিধায়ক রাজারহাট বিধানসভা, প্রমুখ বিশিষ্ট ব্যক্তি বর্গ।