পরিত্যক্ত শিশুকে মাতৃস্নেহে পালন করে অন্নপ্রাসন করলেন নার্স ও চিকিৎসকরা

নিজস্ব প্রতিনিধি, মালদা, ৩ সেপ্টেম্বর ঃ মালদা মেডিক্যাল কলেজ পরিত্যক্ত শিশুকে মাতৃস্নেহে পালন করে অন্নপ্রাসন করলেন নার্স ও চিকিৎসকরা। জন্মের পরই মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয় এই শিশু কন্যা। জন্মের পর মালদা মেডিক্যাল কলেজ থেকে শিশু কন্যাকে রেখে পালিয়ে যায় মা। এর পরই ঠাই হয় মালদা মেডিক্যাল কলেজের এস এন সি ইউ ইউনিটে। চিকিৎসক ও নার্স মাতৃরূপে মাতৃস্নেহে পালিত হচ্ছে। মালদা মেডিক্যাল কলেজে এস এন সি ইউ ওয়ার্ডে এরকমই এক শিশুর অন্নপ্রাশন হয়ে গেলো।

    ওয়ার্ডে এদিন বাচ্চা শিশুটিকে মুখে পায়েস তুলে অন্নপ্রাশন দেন ডঃ প্রিয়ব্রত বিশ্বাস।এর পর ওয়ার্ডের সকল নার্সরা মাতৃস্নহে শিশুকন্যা কে কোলে নিয়ে পায়েস খাওয়ায়।স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের বক্তব্য আমাদের প্রধান কাজ মানুষের সেবা।এই শিশুটি জন্মের পর তার মা পালিয়ে যায়।শিশু টির মা এখানে ভুল পরিচয় দিয়ে ভর্তি হয়। আমরা মা পালিয়ে যাওয়ার পর ই এই ওয়ার্ডে নিয়ে আসি । সকালেই পালা করে তার সেবা যত্ন করিও হয়তো একটা মা হারিয়েছে কিন্তু আমারা ৫/৬জন মা ওর জন্মের পর থেকে আছি । সারা বছর আমাদের এই ইউনিটে ১/২ জন শিশু ভর্তি থাকে।পরে ছয় মাস হয়ে যাওয়ার পর হোমে দেওয়া হয় । মালদা মেডিক্যাল কলেজের নার্স ও চিকিৎসকদের এই স্বার্থ ত্যাগ ভালোবাসা মা হয়ে ওঠার কাহিনী কে এক কথায় সাধুবাদ জানিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এম এস ভিপি অমিত দা।