|
---|
দেবজিৎ মুখার্জি: শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাই কোর্টের বিচারপতিদের যৌথ সম্মেলনে নাম না করেই কেন্দ্রকে কটাক্ষ করলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা।
তিনি বলেন “সংবিধান রাষ্ট্রের ক্ষমতাকে সমান তিনটি শাখার মধ্যে বণ্টন করেছে। এই তিন শাখার মধ্যে ক্ষমতার সমবণ্টনই গণতন্ত্রের কাঠামোকে মজবুত করে। নিজেদের দায়িত্ব পালন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা লক্ষ্মণরেখা অতিক্রম না করি।”
এছাড়াও জনস্বার্থ মামলার অপব্যবহার নিয়েও বক্তব্য পেশ করলেন প্রধান বিচারপতি। তাঁর বক্তব্য “বহু ক্ষেত্রেই ব্যক্তিগত প্রতিহিংসা মেটাতে এই ধরনের মামলা দায়ের করা হচ্ছে। আদালত এই ধরনের মামলার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকছে। অনেক সময় আদালতের নির্দেশ সত্ত্বেও নিষ্ক্রিয় থাকছে সরকার। এটা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়।”
আদালতগুলিতে স্থানীয় ভাষা ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয় তিনি জানান “আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারে জোর দিতে হবে আমাদের। এর ফলে আমজনতার বিশ্বাস বাড়বে দেশের বিচার ব্যবস্থার প্রতি। তাঁরা এর সঙ্গে আরও বেশি করে সংযোগ অনুভব করবেন।”