বিশ্ব পরিবেশ দিবসের দিনে গাছ লাগিয়ে প্রাণ বাঁচানোর অঙ্গীকার নিয়ে আজ পথ চলা

বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা: জয়নগর কোভিদ সচেতনতা কমিটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কুলতলী ফরেস্ট বিটে বৃক্ষরোপণ করলেন। এই বৃক্ষ রোপণ এর মধ্য দিয়েই, গাছ লাগিয়ে প্রাণ বাঁচানোর অঙ্গীকার নিয়ে আজ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা নীরলস পরিশ্রমের মাধ্যমে ।একদিকে মেডিকেল ক্যাম্প, অপরদিকে দুঃস্থ মানুষদের ত্রাণ সামগ্রী এবং বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত করেন। প্রাকৃতিক ভারসাম্য যেভাবে বিনষ্ট হচ্ছে আজ বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গীকার নিয়ে এই সংগঠনের এই মুহূর্তে কর্মসূচি ।

    আগামী দিনে অধিক সংখ্যক সুন্দরবনের গাছ লাগানো, প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবন কে রক্ষা করতে না পারলে বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যেতে বসবে এই ঐতিহ্যবাহী সুন্দরবন । ১০২ ব-দ্বীপ নিয়ে সুন্দরবনের ব্যাপ্তি । আগামী দিনে সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু দিন আগে অনান্য প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে । আর তারপরে ও এবছরে সুন্দরবনের মধু সংগ্রহকারী মৌলেরা মধু সংগ্রহে গিয়ে ও মেলেনি এক চিলতে মধু। প্রতিটি মুহূর্তে বিপর্যয় সুন্দরবনে আছড়ে পড়ার পর থেকে একটুও মধু সংগ্রহ হয়নি মৌলেদের। অধিকাংশ সুন্দরবন ফরেষ্ট অফিস থেকে এলাকার মৎস্যজীবীদের হাতে মৌমাছি পালনের বাক্স তুলে দেন। এবং মৎস্য শিকারের সঙ্গে যুক্ত পরিবারগুলি আর্থিক সহায়তা দেয়া। তাদের পাশে ফরেস্ট ডিপার্টমেন্ট ছিল, আগামী দিনগুলিতে যে সমস্ত পরিবারে নুন আনতে পান্তা ফুরায় তাদের পরিবারের কথা চিন্তা করে সরকার তাদের পাশেই থাকুক ।অপরদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা তারা মানুষের স্বার্থে, পাশে থাকার কারণে আগামী দিনে আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার।