বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ভর্তির বিজ্ঞপ্তীতে ওবিসি এ আসনে ৫ শতাংশ সংরক্ষণ কেনো ? উত্তাল সোশাল মিডিয়া


মিজানুল কবির ,নতুুুন গতি , ১৩ই জুন , বর্ধমানঃ প্রকাশিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তী। বিজ্ঞপ্তীতে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে ৫ শতাংশ সংরক্ষণের কথা উল্লেখ রয়েছে বলে দেখা গেছে।
কার্যত উত্তাল সোশাল মিডিয়া । “সার্কুলারে স্পষ্ট প্রায় ১০ শতাংশ সংরক্ষণ দেবার কথা তার পরিবর্তে ৫ শতাংশ কেনো ?” এই নিয়ে প্রশ্ন তুলছে ছাত্রছাত্রীরা। নাম না করে এক ছাত্র জানান “বছরের পর বছর এভাবেই বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সংরক্ষণের সার্কুলারকে না মেনে নিজের খেয়াল খুশি যা ইচ্ছে করে যাচ্ছে”। ভাইস চ্যান্সেলার নিমাই চন্দ্র সাহার সাথে যোগাযোগ করলে তিনি এড়িয়ে যান ব্যাপারটা । রেজিস্টার তাফাজুল হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ” ওবিসি এ ক্যাটাগরিতে ৫ শতাংশ সংরক্ষণের আওতায় সেরম ছাত্র সংখ্যা পাওয়া যায় না সেক্ষেত্রে ১০ শতাংশের কথা আমরা ভাবছিনা।” বিসিডব্লিউ দপ্তরের সংরক্ষণ অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান “এই মর্মে অনেক মেইল আমরা পেয়েছি খতিয়ে দেখে চিঠি করছি “। যেখানে ছাত্রছাত্রীরা সংরক্ষিত আসনে ভর্তি হতে পাচ্ছেনা সেইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই টালবাহানা  কতটা যুক্তিযুক্ত জাগছে প্রশ্ন। সুত্রের খবর আগামীকাল ভাইস চ্যান্সেলর সহ একাধিক ইসি সদস্য বসতে চলেছেন আলোচনায় । অপরদিকে  ১০ শতাংশ সংরক্ষণের আশায়  তাকিয়ে  ছাত্রছাত্রীরা।