|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর….. মেদিনীপুর ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো শহীদ-ই- আজম ভগৎ সিং এর আত্মবলিদান দিবস। এদিন সকালে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে প্রতিকৃতিতে মাল্যদান, সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে ভগৎ সিং কে শ্রদ্ধা জানানো হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সমাজকর্মী কুন্দন গোপ, সংস্থার সদস্য সমাজসেবী অনয় মাইতি, সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সদস্য শিক্ষক সোমনাথ মহাপাত্র, সদস্য সমাজকর্মী পিনাকী পাল,অক্ষয় গোপ ,সদস্যা শিক্ষিকা পাপিয়া চৌধুরী সহ অন্যান্যর।
সংক্ষিপ্ত আলোচনার পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। সংস্থার আহ্বায়ক কুন্দন গোপ জানান, তাঁদের সংগঠনের উদ্যোগে প্রতিবছর ভগৎ সিং এর জন্মদিবস, আত্মবলিদান দিবস পালনের পাশাপাশি বেশকিছু সামাজসেবা মূলক কর্মসূচি আয়োজন করা হয়ে থাকে।