ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস দিবস পালন

শনিবার ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস দিবস পালন করা হলো বোলপুরের শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে। জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের উদ্যোগে সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিকের নির্দেশে এই দিনটিকে পালন করা হয় জেলা জুড়ে। বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও আইনী সহায়তা, রাস্তাঘাটে মেয়েরা কোনো বিপদে পড়লে তড়িঘড়ি কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবে, পুলিশি সাহায্য কিভাবে নেবে, পরিবার হিংসা আইন সহ যে কোনো মানুষ যে কোনো সমস্যায় পড়লে কি ভাবে জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের তরফে বিনামূল্যে আইনী সহায়তা পাবেন সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, আইনের ছাত্রী মুসকান খাতুন।

    উল্লেখ্য, ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশে লিগ্যাল সার্ভিসেস এাক্ট ১৯৮৭, ৩৯ ক ধারা মতে আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া দুর্বল মানুষ কিভাবে আদালত থেকে বিনামূল্যে আইনী সহায়তা পাবে, মেয়েরা বাড়ীতে, বাইরে কোথাও কোনোরকম সমস্যায় পড়লে কিভাবে আইনী সাহায্য পেতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, আইনের ছাত্রী মুসকান খাতুন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইন্দ্রণী মন্ডল সহ অনান্য শিক্ষিকারা।