|
---|
নিজস্ব সংবাদদাতা :চলতি রঞ্জির মৌরসুমে বাংলার অপরাজিত থাকার রেকর্ড ভেঙ্গে দিল উড়িষ্যা। শেষ দিনে বাংলার ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল, ওড়িশা বাংলাকে সাত উইকেটে পরাজিত করে। প্রথম ইনিংসে বাংলা মাত্র ১০০ রান করতে সক্ষম হয়েছিল। দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ায় অভিমুন্য ঈশ্বরন ও মনজ তিওয়ারির ব্যাটিংয়ের জন্য। অভিমুন্য ঈশ্বরেরণ করেন শতরান। ২২০ রানে ৩ উইকেট এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে, সাজগোরে ফিরে যান অভিমুন্য। এরপর ৫২ রান করে আউট হন মনোজ তিওয়ারি। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলার ব্যাটিং লাইন আপ, ৪৭ রানের মধ্যে হারায় ৭ টি উইকেট। ওড়িশা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রয়োজনীয় রান ৩ উইকেট হারিয়ে তুলে ফেলে।