|
---|
মেহবুব আলম, নতুনগতি, সুন্দরবন : রবিবার সকালে গোসবা ব্লকের বুলবুলে বিধ্বস্ত পাঠানখালী গ্রাম পঞ্চায়েত এলাকার আড়াই হাজারের ও বেশি বুলবুল বিদ্ধস্ত মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় বিধায়ক জয়ন্ত নস্কর নিজেই। বিধায়ক জয়ন্ত নস্কর বলেন সাময়িক ভাবে ক্ষতিগ্রস্থদের কে সাহায্য করা হয়েছে, আগামীদিন গুলিতে তারা যাতে ভালো ভাবে বসবাস করতে পারে তার জন্য মা মাটি মানুষের সরকার সর্বদা তাদের পাসে আছে। পাশাপাশি সুন্দরবনে বাঁচানোর জন্য সর্বাস্থলে বৃক্ষ রোপণ করা শুরু হয়েছে। এলাকার ভূমিপুত্র বিধায়ক জয়ন্ত নস্করের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বুলবুল বিদ্ধস্ত সাধারণ মানুষজন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জয়ন্ত নস্কর, গোসবার বি. বি.ও সৌরভ মিত্র, পাঠানখালী অঞ্চলের অঞ্চল সভাপতি সুবিদালী ঢালি ওরফে ঝোড়ো ঢালি, পাঠানখালী অঞ্চল প্রধান সুচিত্রা ভুঁইয়া, পাঠানখালী অঞ্চলের উপ-প্রধান ডঃ মসিউর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সুভ বুদ্ধি-সম্পন্ন ব্যাক্তিরা।