রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ “ঐক্যশ্রী ” প্রদানের লক্ষ্যে সচেতনতা শিবির

মালদা নতুন গতি নিউজ ডেস্ক: রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের        ( মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ) মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ “ঐক্যশ্রী ” প্রদানের লক্ষ্যে সচেতন তা শিবির অনুষ্ঠিত হল । স্কলারশিপ থেকে কোন ছাত্র ছাত্রীরা বঞ্চিত না হয় , সঠিক ও তৎপরতার সঙ্গে কাজকর্ম সম্পাদন , 100% ছাত্রছাত্রীদের ফর্ম ফিলাপ অনলাইনের মাধ্যমে সুনিশ্চিত করন লক্ষ্যে জমজমাট সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মালদা কলেজ অডিটরিয়ামের দুর্গাকিংকর সদনে । স্বাগত ভাষণে মালদার জেলা শাসক কৌশিক ভট্টাচার্য বলেন, সংখ্যা লঘু ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষার উন্নয়নে স্কলারশিপ নতুনভাবে উপস্থাপন করেছেন । প্রতিটি সংখ্যা লঘু ছাত্র ছাত্রীদের জন্য এই স্কলারশিপের সুবিধা সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য ।

    এই কাজ দ্রুত সকলের সহযোগিতায় সফলতা লাভ করবে । পশ্চিমবঙ্গ সরকার সংখ্যা লঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ ঐক্যশ্রী প্রদানে পোর্টাল চালু করেছেন । অনলাইনে স্কলারশিপের আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্যোগে আয়োজিত এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথি বর্গ । এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, শিক্ষাকর্মাধ্ক্ষ প্রতীভা সিংহ, মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক, দুইজন এসডিও আধিকারিক সহ শিক্ষা দপ্তরের আধিকারিকগন। স্ক্রিনের সাহায্যে কীভাবে , কী কী নিয়ম রয়েছে কীভাবে রূপায়িত হবে সেটা সবিস্তারে তুলে ধরা হয় স্লাইডের মাধ্যমে ।