|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, পশ্চিম মেদিনীপুর: সাতসকালে দুর্ঘটনায় মৃত ৪ জন। মর্মান্তিক ঘটনা ঘটেছে রবিবার সকালে খড়্গপুর ২ নম্বর ব্লকের লছমাপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, রেশন দোকানে যাওয়ার জন্য
শেখ ওরিয়ন(23) ও সামসু আলম(55)নামে দুজন ব্যক্তি ৬ নম্বর জাতীয় সড়কের উত্তর দিক থেকে এসে রাস্তার মাঝে ডিভাইডারে দাঁড়িয়েছিলেন , অপরদিকে নকুল সিং(55) ও নয়ন মাঝি(32) রাস্তার দক্ষিণ দিক থেকে এসে রাস্তার মাঝে ডিভাইডারে দাঁড়িয়ে ছিলেন রোড পারাপারের জন্য। সেই সময় একটি তেল ট্যাংকার গাড়ি দ্রুত গতিতে মেদিনীপুরের দিক থেকে ডেবরার দিকে যাচ্ছিল। জাতীয় সড়কের মধ্যে থাকা ব্যারিকেড পাস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের মাঝে দাঁড়িয়ে থাকা ঐ চারজন ব্যক্তিকে ট্যাংকারটি পিষে দেয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। গুরুতর জখম অবস্থায় আর একজনকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত রাস্তায় লছমাপুরে চারজন সিভিক ভলান্টিয়ারের ডিউটিতে থাকার কথা। কিন্তু আজ সকালে দুর্ঘটনার সময় কেউ ছিলেন না। কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে জাতীয় সড়কে ক্ষুব্ধ বাসিন্দারা দীর্ঘক্ষণ অবরোধ করেন স্থানীয়রা। সাময়িক ভাবে তীব্র যানজটে থমকে যায় পরিবহণ পরিষেবা। পরে খড়্গপুর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। আতঙ্কের সঙ্গে সঙ্গে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।
ওই ঘাতক তেলের ট্যাঙ্কার এবং চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। চালক এমনিই নিয়ন্ত্রণ হারিয়েছিল নাকি মদ্যপ ছিল তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।