|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কাঁকড়া ধরতে গিয়ে পুকুরে তলিয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের।
ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুরিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারা বাঁকুড়া নামে এক ব্যক্তি স্থানীয় রণ চৌধুরীর পুকুরে নিত্য দিনের মত হাড়ি নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিল। কিছুক্ষন পরে
স্থানীয় বাসিন্দারা হাড়িটিকে দেখতে পেলেও লোকটিকে দেখতে না পাওয়ায় সন্দেহ হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয় বিশিষ্ট সমাজসেবী ফখরুদ্দিন মল্লিক। তিনি স্থানীয় কোতোয়ালি থানা ও ফায়ার ব্রিগেডে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বেই এলাকাবাসী মাছ ধরার জাল নিয়ে পুকুরে নেমে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।