রাজনগরের কাস্টগরা গ্রামে গ্যাস ওভেনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

খান আরশাদ, রাজনগর: বীরভূমের রাজনগর থানার অন্তর্গত কাষ্টগরা গ্রামে সরস্বতী মন্ডল নামে এক ষাটোর্ধ বৃদ্ধা গ্যাস ওভেনে চা তৈরি করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। সে সময় অসাবধানতাবশত কোন কারণে তার শরীরে আগুন ধরে যায়। ফলে গুরুতরভাবে ওই বৃদ্ধা দগ্ধ হয়ে যান। ওই বৃদ্ধার পরিবার ও প্রতিবেশীরা তাকে চিকিৎসার জন্য তড়িঘড়ি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । পরদিন সকালে ঐ বৃদ্ধার মৃত্যু হয়।