|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
ইংরেজি মাসে শুভো নববর্ষে এক বৃদ্ধার গায়ের অলঙ্কার ছিনতাই।
মোমেনা বিবি মন্তেশ্বর কষা গ্ৰামের মেয়ের বাড়ি থেকে কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰামের নিজের বাড়ি যাচ্ছিলেন, কুসুগ্ৰাম বাসস্ট্যান্ড থেকে নেমে কাটোয়া রোডে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন সেই সময় দুই যুবক বৃদ্ধাকে বলেন কোথায় যাবেন ,বলে আলাপ করে নিদিষ্ট বাসে চাপিয়ে দেবো বলে বাসস্ট্যান্ড থেকে অনেকটা দুরে নিয়ে গিয়ে সোনার বালা কানের দুল গলার হাড় ছিন্তাই করে চম্পট দেয়। অবশেষে বৃদ্ধার মন্তেশ্বর থানায় দারস্থ হন। মন্তেশ্বের থানার পুলিশ তদন্তে নেমেছে। কুসুমগ্ৰাম বাজারে বেলা দশটা এতো জনবহুল এলাকায় এইরকম ছিন্তাই সাধারণ মানুষজন আতঙ্কিত।