ফিন্যান্স ফিউচার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ মানুষদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হলো বস্ত্র

রায়দিঘী:নুরউদ্দিন :আজ দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘী থানার অন্তর্গত রাজুয়াখাকী এলাকার মল্লিকারচক গ্রাম সংলগ্ন এলাকায় উদ্বোধন হলো ফিন্যান্স ফিউচার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে মূল কন্যাধর অনিল সরদার মহাশয় বলেন আমাদের লক্ষ্য অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এখানে প্রতি মাসে করা হবে ফ্রি মেডিকেল ক্যাম্প, দুঃস্থ বাচ্চাদের পঠন পাঠনের জন্য সুব্যবস্থা থাকবে বইখাতা। আজ এই ফাউন্ডেশন উদ্বোধনের পাশাপাশি এলাকার বেশকিছু দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

    ফিন্যান্স ফিউচার ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েক বছর সুন্দরবন প্রান্তিক দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র থেকে শুরু করে বহু পঠন পাঠন বিনামূল্য তুলে দিয়ে আসছেন। তাতে অনেক অসহায় মানুষ উপকৃত হচ্ছেন, তারএই অঙ্গ হিসাবে আজ রায়দিঘী থানার অন্তর্গত রাজুয়খাকি এলাকায় উদ্বোধন হলো ফিনান্স ফিউচার ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে রায়দিঘী থানার রাজুয়াখাকি এলাকায় কিছু দুঃস্থ অসহায় মহিলাদের হাতে বিনামূল্যে বস্ত্র তুলে দেওয়া হয়। ফিন্যান্স ফিউচার ফাউন্ডেশনের মূল কন্যাধর জানিয়েছেন ফিনান্স ফিউচার ফাউন্ডেশন কয়েক বছর মানুষের বিনামূল্য পরিষেবা দিয়ে আসছেন। দুঃস্থ অসহায় মানুষদের জন্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা সহযোগিতার ও হাত বাড়িয়েছেন, তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি ফিন্যান্স ফিউচার ‌ফাউন্ডেশনের পক্ষ থেকে, আগামী দিনে আপনারা ফিনান্স ফিউচার ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে গরিব অসহায় মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাতে গরীব অসহায় মানুষরা উপকৃত হবে বলে জানান ফিন্যান্স ফিউচার ফাউন্ডেশনের মূল কন্যাধর অনিল সরদার মহাশয়।

     

    রায়দিঘী থেকে নুরউদ্দিনের রিপোর্ট।