“হিলফুল ফুজুল” এর পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান কালিয়াচকে

“হিলফুল ফুজুল” এর পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান কালিয়াচকে

    নাজমুস সাহাদাত, মালদা : জাম-এ হোসেনিয়া সি আর হাই মাদ্রাসা উঃ মাঃ বিদ্যালয়ে হিলফুল ফুজুল এর পরিচালনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয় । উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , কালিয়াচক ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক গোলাম হাবিব সর্দার , শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষিকা তানিয়া রাহামাত, ডঃ হাজেরুল ইবকার, উক্ত স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, কালিয়াচক হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সায়েম আসগার সাহেব ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

    এই অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট উপহার দিয়ে যেমন , মানপত্র, মেমেন্টো, ব্যাগ, বই-কলম সহ ফুলের স্তবক দিয়ে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

    হিলফুল ফুজুল এর সম্পাদক ডঃ হাজেরুল ইবকার বলেন , ছাত্রছাত্রীরা যে অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করে আমাদের জেলার তথা রাজ্যের সুনাম অর্জন করেছে এতে আমরা জেলা বাসী আপ্লুত ও গর্বিত। আমরা তাদের শুভেচ্ছা ও আগামী ভবিষ্যত আরও সফল হোক এই কামণা করি । তিনি আরও বলেন, এই হিলফুল ফুজুল হচ্ছে মহামানব নবীঃ সাঃ এর একটি মানবসেবা সংগঠন। অতএব এই সংগঠন আমরা মানব সেবার জন্য বিগত ১৪ বছর ধরে কাজ করে চলেছি অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন কর্মসূচি করে থাকি। আমাদের প্রথমত এই সংগঠনের উদ্যোগ ছিল রক্তদান শিবির করা। আজ ‘হিলফুল ফুজুল’ এলাকার অসহায় দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্ন আশাকে পূরণ করার জন্য তাদের পাশে দাঁড়াচ্ছি। কালিয়াচকের এই আলীনগর অঞ্চল থেকে আজ বাংলা জাগরণ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে রাজ্যে নজর কাড়া নম্বর পেয়ে স্থান অধিকার করেছে আজ তাদেরকে সংবর্ধনা জানাতে আমরা গর্ব বোধ করছি।

    শিক্ষিকা তানিয়া রাহামাত বলেন , এই সংবর্ধনা অনুষ্ঠানে আকর্ষণীয় যে আজ আমাদের কালিয়াচকের মেয়েরা পিছিয়ে নেই। আজকে মোট ৯ জনকে সংবর্ধনা দেওয়া হল তার মধ্যে আট জনই হচ্ছে মেয়ে । আজ আমরা বড়ো গর্বিত যে, এই কালিয়াচকের মাটি থেকে মেয়েরা শুধু রাজ্যে নয় পৃথিবীর জুড়ে অনন্য শিক্ষার অগ্রগতিতে নজির গড়ছে। তাই আমরা চাইব নারী সমাজ এগিয়ে যাক, কারণ একজন প্রকৃত নারীই পারে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে । আমরা আজকে তাদের সংবর্ধনা জানিয়ে বড়ো আনন্দিত ও গর্বিত।