|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- আশাপুর সর্বজনীন রাসযাত্রা মহামিলন উৎসব কমিটির পক্ষ থেকে ২৩তম বর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে এদিনে এলাকার কৃতি ছাত্র ছাত্রী যাহারা মাধ্যমিকে ৮৫ ও উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশ নাম্বার পেয়ে পাস করেছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি এলাকার অসহায় দুঃস্থ সর্বসাধারণ শতাধিকেরও বেশি পুরুষ ও মহিলাদের মধ্যে শাড়ি সহ শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, ২নম্বর ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,জেলার যুব কমিটির সদস্য কবিরুল ইসলাম শেখ,জেলা পরিষদের সদস্যা ওয়াহিদা রহমান গায়েন,ডলি কয়াল,পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস প্রমানিক ,ক্লাব সম্পাদক দেবব্রত খাড়া,বিশিষ্ঠ সমাজসেবী কার্তিক গাঙ্গুলি,উপপ্রধান প্রবীর পাত্র, সোমনাথ মন্দল সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই রাস উৎসব মেলাতে কৃষ্ণ নগোর থেকে শিল্পীদের অটোমেটিক বিনা সাউন্ডে মাটির পুতুল ও সামাজিক আকর্ষণীয় থিম বানানো হয়। এই রাস উৎসবকে কেন্দ্র করে ২২ দিন ব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়,এই মেলাতে এলাকার বহু মানুষ সমাবেত হয়।