|
---|
নতুন গতি নিউজডেস্ক: শিশুদের সুরক্ষা নিয়ে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাওয়া ও শিশুদের জন্য অনাথ আশ্রম তৈরিতে গুরুত্ব আরোপ করলেন মোথাবাড়ি, কালিয়াচক , বৈষ্ণবনগর এলাকার কয়েকজন যুবক। শিশু দিবসে কালিয়াচকের মতো প্রত্যন্ত এলাকায় অনাথ আশ্রম গড়ার পরিকল্পনা করছেন তাঁরা। অবিলম্বে তাঁরা এই উদ্দেশ্য সফল করতে চান। তাই দেরি না করে শনিবারই ছুটে যান ইংরেজবাজার শহরের নুনবহি এলাকার মিশনারিজ অব চ্যারিটি নির্মলা শিশুভবনে। সেখানে কিছুক্ষণ কথাবার্তা বলেন কর্তৃপক্ষ ও সিস্টারদের সঙ্গে , ছিলেন সিস্টার ফ্রানসিন, সিস্টার এডুইন প্রমুখ। যদিও করোনা ও শৃঙ্খলা জনিত কারনে অনাথ শিশুদের সঙ্গে তাদের সেই মুহূর্তে সাক্ষাৎ সম্ভব হয়নি। তবে অনাথ আশ্রম বিভিন্ন বিষয়ে করনীয় প্রভৃতি জানেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুশি তাঁরা। কিছু সমস্যা রয়েছে, তা পথচলার মধ্যেই দূর হবে বলে জানিয়েছেন হায়দার আলি, সামিউল আহমেদ, প্রসেনজিত ঘোষ দেবাশিস ঘোষরা। অনাথ আশ্রম খুলতে চান তাঁরা । শিশুদের জন্য অনাথ আশ্রম তৈরিতে উদ্যোগী হল যুবকরা। হায়দার আলি, জানান, ‘ মাদার টেরেজা অনাথ আশ্রমের নামকরণে আমাদের অনাথ আশ্রম খোলা হবে এমনই আলোচনা চলছে । এলাকাবাসীকেও আমাদের সঙ্গে এগিয়ে এসে কাজ করতে হবে। মালদা জেলাবাসীর সহযোগিতা প্রয়োজন।