|
---|
উজির আলী, নতুন গতি: চাঁচল কলেজ তৃনমুল ছাত্র পরিষদের উদ্যোগে পথশিশু ও পায়ে টানা হত দরিদ্র রিক্সা-ভ্যান চালকদের কেক খাওয়ানো হল বুধবার । এদিন চাঁচল-১ নং ব্লক তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি বাবু সরকার ও তার সহগামীরা চাঁচল নেতাজি মোড়ে গিয়ে কেক খাইয়ে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
পরে চাঁচল থানা অফিসে গিয়ে আই.সি সুকুমার ঘোষ ও চাঁচল মহকুমা পুলিশ আধিকারিককে উপহার সামগ্রী দিয়ে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এদিন কেক পেয়ে পথশিশু ও রিক্সা-ভ্যান চালকরা খুব খুশী।