রবিবার সকালে শিয়ালদহ উত্তর শাখায় একাধিক ট্রেন বাতিলের অভিযোগ। তির বিজেপির দিকে।

নতুন গতি নিউজ ডেস্ক। বঙ্গ রাজনীতিতে উত্তেজনা ছড়াল রবিবার সকালে শিয়ালদহ উত্তর শাখায় একাধিক ট্রেন বাতিলের জন্য। একুশে জুলাইয়ের সমাবেশ বানচাল করতে বিজেপি চক্রান্ত করে লোকাল ট্রেন বাতিল করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের উত্তর ২৪ পরগণার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

    একুশে জুলাইয়ের সমাবেশের পরিপ্রেক্ষিতে এদিন শিয়ালদহ এবং হাওড়া শাখায় অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিল। সংবাদমাধ্যমের মুখোমুখি হবে সেই বক্তব্য খারিজ করে দেন জ্যোতিপ্রিয়। উলটে তাঁর দাবি, এদিন সকালে বনগাঁ থেকে ২টি এবং বারাসত থেকে ১টি শিয়ালদহগামী ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে একুশে জুলাইয়ের সমাবেশমুখী বহু মানুষ সমস্যার মুখে পড়েন।

    যদিও পূর্ব রেলের তরফে লোকাল বাতিলের অভিযোগ খারিজ করা হয়েছে। এমন কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও নিখিল চক্রবর্তী। উলটে তাঁর দাবি, ভিড়ের কথা মাথায় রেখে এদিন শিয়ালদহ শাখায় ৪ জোড়া বিশেষ লোকাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল। কৃষ্ণনগর, বনগাঁ, লক্ষ্মীকান্তপুর ও ক্যানিং লাইনে বিশেষ ট্রেনগুলি চালানো হবে। এছাড়া বিশেষ পরিস্থিতি পড়লে পরিষেবা দেওয়ার জন্য আরও দু’টি লোকাল EMU-কে তৈরি রাখা হয়েছে।