|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, ঝাড়গ্রাম: মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন।আর বিবেকানন্দ জয়ন্তীর এই অনুষ্ঠানে দুঃস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ের শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী। মানবদরদী শিক্ষক হেরম্ববাবুর উদ্যোগে এদিন বেশ কিছু দুঃস্থ শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।মিশনের মহারাজ তাঁর বক্তব্যে স্বামী বিবেকানন্দের জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করার পাশাপাশি ,শিক্ষা উপকরণ সহ বিভিন্ন সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য হেরম্ব বাবুর ভুয়সী প্রশংসা করেন।
সমগ্র অনুষ্ঠানটিই কোভিড প্রটোকল মেনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শেষে হেরম্ব বাবু, তাঁর বাবা পন্ডিত তারানন্দ চক্রবর্তী পঞ্চতীর্থ কর্তৃক অনুদিত “শ্রী রামকৃষ্ণ কর্ণামৃতম” গ্রন্থখানি মহারাজের হাতে তুলে দেন।এছাড়াও হেরম্ব বাবু এদিন বাঁকুড়ার টেরাকোটার তৈরি স্বামী বিবেকানন্দের মূর্তি ও আরো কিছু শিল্পসামগ্রী মহারাজের হাতে তুলে দেন।