নির্বাচন ঘোষণার আগের দিনেই দল বদলে ISF থেকে তৃণমূলে যোগ দিলেন প্রায় একহাজার কর্মী

শামিম মোল্যা, সন্দেশখালি: ভোটের ময়দানে নামার আগেই জোর ধাক্কা খেল (ISF) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া৷ শুক্রবার নির্বাচন ঘোষণার দিন বিকালে আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিল উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি ব্লকের প্রায় একহাজার কর্মী। তাঁদের মধ্যে কয়েকজন ব্লক নেতাও রয়েছেন৷ শুধুমাত্র আইএসএফ থেকে নয় পাশাপাশি বাম ও বিজেপি থেকেও বেশ কিছু কর্মী এদিন তৃণমূলে যোগ দেন। সন্দেশখালিতে বিরোধী শক্তির এই ভাঙন একুশের ভোটে তৃণমূল কংগ্রেস আরও বেশি অক্সিজেন পেল৷

    শুক্রবার সন্দেশখালির ধামাখালি কমিউনিটি হলে আয়োজিত এই দলবদল কর্মসূচি থেকে বিধানসভার কনভেনার শেখ শাহাজানের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। শেখ শাহজাহান বলেন মানুষ ভুল বুঝতে পেরেছে, তারা সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত করতে চায়না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দিয়েছে আমরা তাঁদের অভিনন্দন জানাই। দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্দেশখালি বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো, জেলা নেতৃত্ব শিবপ্রসাদ হাজরা প্রমূখ