শহীদ-ঈ-কারবালার দিনে মাটি রক্তে রাঙ্গিয়ে নয় , ব্লাড ব্যাংকে গিয়ে শিপ্রা সরকারকে রক্তদান নুর আলমদের

শহীদ-ঈ-কারবালার দিনে মাটি রক্তে রাঙ্গিয়ে নয় , ব্লাড ব্যাংকে গিয়ে শিপ্রা সরকারকে রক্তদান নুর আলমদের

    নিজস্ব সংবাদদাতা- আজকে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ইমাম হোসাইন ও হোসেনের শোকে বিহ্বল বিশ্ববাসী। কান পাতলেই শোনা যায়
    ” দেখরে কারবালা চেয়ে তোর কোলে আজ কে শুয়ে দেখরে কারবালা চেয়ে,
    হোসেন, হাসেন দুটি ভাই পানির জন্য শহীদ হয়, এজিদ শয়তানের হাতেরে।
    কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) কে। আজ সেই দিন, মহররমের ১০ তারিখ। এই দিনটিকে আশুরা বলা হয়। এদিনই এই নির্মম ঘটনা ঘটে।পৃথিবীর শুরুলগ্ন থেকেই ১০ মহররম অর্থাৎ আশুরা বিশেষ গুরুত্ব বহন করে আসছে। তবে ৬১ হিজরির ১০ মহরম কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.)-এর মর্মান্তিক শাহাদাত বরণ মুসলিম সমাজের হৃদয়কে আজও ভারাক্রান্ত করে।

    আজকের দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে শোকে বিহ্বল মানুষ বুক চাপড়ে , বুক কেটে আর্তনাদ করে। তবে এবার সারা পৃথিবীকে গ্রাস করেছে করোনাভাইরাস, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ভারতবর্ষের ছবিটা আজ মহরমের দিনে ভিন্ন তবে সম্পূর্ণ এক ব্যতিক্রমী ছবি উঠে এলো বীরভূমের মুরার‌ইয়ে। বুক কেটে বা চাপরে নয় বরং সটান এক অসুস্থ রোগীকে বাঁচাতে রামপুরহাট ব্লাড ব্যাংকে হাজির কয়েকজন যুবক। শরীরের রক্ত দান করে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখলেন তারা। নুর আলাম, আরিফ, সাইদুল সেখদের রক্তে প্রাণ ফিরে পেল শিপ্রা সরকার। রক্তদাতাদের পক্ষে নুর আলম শেখ জানান হঠাৎ করেই জানতে পারি রামপুরহাট হাসপাতালে এক প্রসূতি মহিলার জন্য রক্ত লাগবে, অনেক চেষ্টা করেও উনাদের পরিবার রক্ত সংগ্রহ করতে পারেনি আমরা খবরটি জানতেই তিন বন্ধু মিলে বাইকের রওনা দিই রামপুরহাট হাসপাতালে দিকে। তবে এর আগেও বহুবার রক্ত দান করেছি এবারও করলাম। যতদিন পারবো এভাবে রক্তদান করে মানুষের পাশে থাকব।