|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, যার সূচনা মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বীরভূম জেলা পুলিশের উদ্যোগে স্পর্শ নামক প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন থানার ব্যবস্থাপনায় দুর্গাপূজার প্রাক্কালে অসহায় দুস্থ ব্যক্তিদেরকে বস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত।অনুরূপ ভাবে বৃহস্পতিবার সদাইপুর থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা প্রাঙ্গণে এলাকার প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে।
পাশাপাশি প্রাকৃতিক তথা পরিবেশ ভাবনা থেকে বস্ত্র প্রদানের সাথে সাথে সকলের হাতে একটি করে গাছের চারা ও প্রদান করা হল। এদিন স্থানীয় থানার অধীনস্থ চিনপাই, ভুরকুনা, পারুলিয়া, সাহাপুর সহ বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৩০০ জনের হাতে পুজোর উপহার স্বরূপ নতুন বস্ত্র ও একটি করে গাছের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, ডিএসপি ডিএণ্ডটি অয়ন সাধু, সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি, সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়া, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র, রত্নাকর মন্ডল, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগ্দী, সহ সভাপতি স্বপন মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়া র উদ্যোগে সারা বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মসূচি গুলি আয়োজিত করে থাকেন যার পরিপ্রেক্ষিতে আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন তাঁর প্রশংসা করেন।