|
---|
খান আরশাদ, বীরভূম : বীরভূমের রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যান সোসাইটির উদ্যোগে নবীদিবস উপলক্ষে সাফাই অভিযান কর্মসূচী ও হাসপাতালে রোগীদের ফলমূল বিতরণ করা হল। এদিন রাজনগর শাহাবাজিয়া প্রাঙ্গণ থেকে শুরু করে বড়বাজার মন্দিরের আশপাশ সহ ঐতিহাসিক মতিচূর মসজিদ প্রাঙ্গণ, বাসস্ট্যান্ড ও রাজনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত রাস্তাঘাট সহ আশেপাশের এলাকাকে আবর্জনামুক্ত করে পরিস্কার পরিচ্ছন্ন করে তোলা হয়। ছড়ানো হয় ব্লিচিং পাউডার। অংশ নেন মাদ্রাসার শিক্ষক, পড়ুয়ারা এবং রাহে ইসলামের কর্মী-সদস্যরা। এরপর রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের ফলমূল বিতরণ করা হয়। এদিন প্রায় ৫০ প্যাকেট ফলমূল রাজনগর হাসপাতালে রোগীদের হাতে তুলে দেওয়া হয় রাহে ইসলাম ও মাদ্রাসা শাহাবাজিয়ার পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যান সোসাইটির সম্পাদক আবুল ফজল খান, মৌলানা শামশুল হক, নবী দিবস কমিটির কার্যকারী সম্পাদক সেখ মানিক, মৌলানা শামশুল হক, মৌলানা জাফর আলি, মৌলানা শওকত আলি, সেখ কাবুল, সেখ মন্টু, সেখ নাজু, সেখ নিজাম, আবুবক্কর সহ অন্যান্যরা।