|
---|
নিজস্ব সংবাদদাতা: এক তরুণীর মোবাইলে অশালীন ও আপত্তিকর মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেফতার আশ্রমের মহারাজ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার অচিন্ত্যনগর পঞ্চায়েতের আই প্লটে। এই ঘটনা কে কেন্দ্র করে এক আশ্রমের সাধুকে উত্তেজিত জনতা গাছে বেঁধে বেধড়ক মারধর করল। পরে পুলিশ এসে সাধু অমলেশ চক্রবর্তী আটক করেছে।
কয়েক মাস আগে এক শিক্ষিকা ও তাঁর তরুণী মেয়ে ওই আশ্রমে আসেন। তার পর থেকে ওই তরুণীকে ফোন করে বারে বারে উত্যক্ত করতে থাকে অমলেশ। সঙ্গে অশালীন টেক্সট ও ভয়েস মেসেজ পাঠায় মোবাইলে। তরুণী তাঁর মাকে সব জানায়। এদিন ওই মহিলা এসে স্থানীয় বাসিন্দাদের কাছে পুরো বিষয়টি জানান। এরপর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে আশ্রমের মহারাজ অমলেশ কে মারধর করতে থাকে । এমন কি আশ্রম চত্বরে গাছে বেঁধে মারধর চলে বেশ কিছুক্ষন । উত্তেজনা ছড়িয়ে পড়ে এলেকায়। পরে পুলিশ এসে ওই মহারাজ কে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।রাতে ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় পাথর প্রতিমা থানায়। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করবে পাথর প্রতিমা থানার পুলিশ।