|
---|
নিজস্ব সংবাদদাতা :সরস্বতী পূজা এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুর আদিবাসী পল্লীতে “আমার পাঠশালা” প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো “পুষ্টির দিশা” কর্মসূচী।
অনুষ্ঠানে পাঠশালার 50 জন দুঃস্থ ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় আপেল, কলা, খেজুর, কুল, মিহিদানা ইত্যাদি l শিশুরা এইধরণের পুষ্টিকর খাবার পেয়ে উল্লসিত হয়ে ওঠে l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “আমার পাঠশালা”-র সম্পাদক সন্দীপ পাঠক, সহসম্পাদক আজমত আলী সেখ, অতনু ঘোষ এবং সেখ টিঙ্কু।
শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই “পুষ্টির দিশা” কর্মসূচী গ্রহণ করা হয় বলে জানান “আমার পাঠশালা”-র কর্ণধার ও সম্পাদক সন্দীপ পাঠক l