| |
|---|
নিজস্ব সংবাদদাতা : ২৮শে সেপ্টেম্বর ২০২২ হবিবপুর ব্লকের ৯ মাইলে “আনন্দ উৎসবে” চার শতাধিক নতুন বস্ত্র বিতরণ করা হয়। 
উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী নৃত্য ও ঢাকের বাদ্দি শহর থেকে আগত প্রতিনিধিদের মুগ্ধ করেন। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্ষুদ্র প্রয়াস মালদার কর্ণধার অঙ্কিতা সান্যাল, অন্যতম সদস্য সর্বজিৎ চ্যাটার্জি, মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, ৯ মাইল নবীন শ্যামা সঙ্গের সভাপতি সাগর মুর্মু, সম্পাদক অমল দাস, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুন সরকার, রক্তদান আন্দোলনের কর্মী অমিত তেওয়ারি প্রমুখো। 
আজ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান ক্ষুদ্র প্রয়াসের সদস্যা অঙ্কিতা চৌধুরী মহাশয়া।


